• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪২৯

ক্রিকেট

৩২৮ রানে ম্যাচ হেরে যা বললেন টাইগার অধিনায়ক শান্ত

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৫ মার্চ ২০২৪

ক্রীড়া ডেস্ক: 

শ্রীলঙ্কার ছুড়ে দেওয়া রেকর্ড ৫১১ রানের জবাবে ব্যাট করতে নেমে ৩৭ রানেই পাঁচ উইকেট হারায় বাংলাদেশ। এরপর মুমিনুল হকের ব্যাটিং দৃঢ়তায় বাংলাদেশ ১৮২ রান পর্যন্ত করতে পারে। আসা যাওয়ার মিছিলে তিনি অপরাজিত থাকেন ৮৭ রানে। বাকি ব্যাটারদের ব্যর্থতায় সিরিজের প্রথম টেস্ট ম্যাচে বাংলাদেশকে ৩২৮ রানের বড় ব্যবধানে হারিয়েছে লঙ্কানরা। 

প্রথম টেস্টে বিশাল পরাজয়ের পর ব্রডকাস্টকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ‘ধনাঞ্জয়া এবং কামিন্দু যেভাবে ব্যাটিং করেছে তা দুর্দান্ত ছিল। উইকেট ভালো ছিলো। আমাদের বোলাররাও দারুণ বোলিং করেছে। নতুন বলে আমাদের আরও উন্নতি করতে হবে। পরের টেস্টের আগে এটা নিয়ে কাজ করতে হবে।’

চাপের মধ্যেও দ্বিতীয় ইনিংসে একাই লড়েছেন মুমিনুল হক। অপরাজিত থেকেছেন ৮৭ রানে। বাঁহাতি এই ব্যাটারকে নিয়ে শান্ত বলেন, ‘তিনি চাপের মধ্যে একটি অসাধারণ নক খেলেছেন এবং আশা করি সামনেও দলের জন্য এভাবেই ধারাবাহিকতা বজায় রাখবেন।’

এর আগে, সোমবার (২৫ মার্চ) সকালে  প্রথম বলেই সাজঘরে ফেরেন তাইজুল ইসলাম। কাসুন রাজিথার ভেতরে ঢোকা বলে লাইন মিস করে এলবিডাব্লিউর ফাঁদে পড়েন তিনি। এরপর মিরাজের সঙ্গে দলের হাল ধরেন মুমিনুল। সপ্তম উইকেটে ৬৬ রানের জুটি গড়ে প্রতিরোধ গড়ার ইঙ্গিত দেন এ দুই ব্যাটার।

মিরাজের প্রতিরোধ ভাঙে আগ্রাসী হতে গিয়ে। রাজিথার অফ স্টাম্পের বাইরে রাখা বলে জায়গায় দাঁড়িয়ে ড্রাইভ করতে গেলে ব্যাটের কানায় লেগে বল চলে যায় স্লিপে। সেই ক্যাচ ধরতে কোনো ভুল করেননি ধনাঞ্জয়া। ৫০ বলে ৬টি চারের সাহায্যে ৩৩ রান করেন এই অলরাউন্ডার।

এরপর শরিফুল ইসলামের সঙ্গে ৪৭ রানের আরও একটি জুটি গড়েন মুমিনুল। রাজিথার বলে ফিরতি ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন শরিফুল। ৪২ বলে ১২ রান করেন তিনি। রাজিথার পরের বলেই কটবিহাইন্ড হয়েছেন সৈয়দ খালেদ আহমেদ। আর লাহিরু কুমারার বলে ব্যাটের কানায় লেগে স্লিপে ধনাঞ্জয়া হাতে গেলে শেষ হয় বাংলাদেশের ইনিংস।

শ্রীলঙ্কার পক্ষে ৫৬ রানের খরচায় ৫টি উইকেট তুলে নেন রাজিথা। ৩৬ রানের বিনিময়ে ৩টি উইকেট পান বিশ্ব ফার্নান্ডো। এছাড়া ২টি উইকেট নেন কুমারা। 

/আসিফ

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads